বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন
মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি হাতে অনশন করেছেন এক যুবক। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার গালা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অনশন শুরু করা যুবকের নাম রবিউল হাসান রবি (২৮)। তিনি পেশায় একজন ঠিকাদার। তার প্রেমিকা মানিকগঞ্জ শহরের একটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে রবিউল ও ওই ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গভীর হওয়ার পর দুই পরিবারই বিয়েতে সম্মতি জানায়। তবে পরবর্তী সময়ে ওই ছাত্রী বিয়ে করতে অস্বীকৃতি জানালে রবিউল মানসিকভাবে ভেঙে পড়েন। একপযায়ে তিনি ফাঁসির দড়ি হাতে প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেন।
এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়।
ওই ছাত্রী বলেন, ‘তার (রবিউল) সঙ্গে কথা হয়েছে, দেখা-সাক্ষাৎ হয়েছে, কিন্তু প্রেম বা বিয়ের সম্পর্কের কোনো বিষয় নেই। সে আমার সম্মানহানি করার চেষ্টা করছে। আমি ওকে বিয়ে করব না, ও মানসিকভাবে অসুস্থ।’
ওই ছাত্রীর মা বলেন, ‘আমার স্বামী প্রবাসে থাকে। মেয়ে যেখানে রাজি নয়, সেখানে আমি কিছু করতে পারি না। এ ঘটনায় আমি বিব্রত।’
এ বিষয়ে গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, ‘যদি মেয়েপক্ষ রাজি না থাকে, তাহলে জোর করে কোনো সমাধান সম্ভব নয়। ছেলেকে সেফ কাস্টডিতে রেখে উভয় পক্ষের বক্তব্য নিয়ে পুলিশের উদ্যোগে বিষয়টি মিমাংসা করা উচিত।’
পরে চালা ইউনপির চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ বলেন, বিকেলের দিকে ছেলেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
আমাদের সময়/জেআই