যুদ্ধবিরতির মধ্যেই গাজায় কত বোমা ফেলেছেন, জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ১৭:০৮
শেয়ার :
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় কত বোমা ফেলেছেন, জানালেন নেতানিয়াহু

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে অভিযোগ করে গাজায় বিভিন্ন স্থাপনায় বোমা ফেলেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার (২০ অক্টোবর) জানিয়েছেন, হামাসের বিভিন্ন স্থাপনায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

নেতানিয়াহু ইসরাইলি পার্লামেন্ট নেসেটের সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘আমাদের এক হাতে অস্ত্র আছে, অন্য হাত শান্তির জন্য প্রসারিত’। তিনি হামাসকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা দুর্বলদের সাথে শান্তি স্থাপন করুন, শক্তিশালীদের সাথে নয়। আজকের ইসরাইল আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী।’

ইসরায়েল বলেছে, হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর তারা গাজায় হামাসের স্থাপনায় বিমান হামলা শুরু করেছে। ফিলিস্তিনের হামাস এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।