ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৫, ১৬:০৫
শেয়ার :
ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গনপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাত এক যুবককে আটক করে জনতা। এসময় উপস্থিত জনতা তার হাত পা বেঁধে গণপিটুনি শেষে তার শরীরের লবন ছিটিয়ে দেয়।

পরবর্তীতে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান আমাদের সময়কে বলেন, ‘নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’