কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় কুমিল্লার বরুড়া উপজেলায় পৃথক স্থানে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।
উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওরী গ্রামে মঙ্গলবার দুপুরে কাউছার আলম (১৪) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি চৌওরী গ্রামের হাবিব উল্লাহর ছেলে এবং স্থানীয় জোরপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাউছার নারকেল গাছে ডাব পাড়তে উঠে। ওই সময় হঠাৎ পিছলে পড়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহটি গাছে ঝুলে থাকে। পরে খবর দিলে বরুড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে গতকাল সোমবার একই উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া গ্রামে মোবারক হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আবদুল কাদেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবারক হোসেন গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। তাকেও গাছের ওপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে।
এ বিষয় বরুড়া থানা ভারপ্রাপ্ত (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘এ বিষয় অপমৃত্যু মামলা হয়েছে।’