রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জন গ্রেপ্তার
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জনকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান আমাদের সময়কে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ দুপুর ৩টা পর্যন্ত এ ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ডিএমপির উত্তরা পূর্ব থানা ছয়জন, উত্তরা পশ্চিম থানা দুজন, গুলশান থানা ২৪ জন, খিলক্ষেত থানা চারজন, ক্যান্টনমেন্ট থানা তিনজনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ ছাড়া ধানমন্ডি থানা ছয়জন, নিউ মার্কেট থানা ছয়জন, শাহবাগ থানা তিনজন, হাতিরঝিল থানা একজন, পল্টন থানা ছয়জন, ডিবি ওয়ারী ২২ জন ও মতিঝিল থানা ৪০ জনকে গ্রেপ্তার করে।
আমাদের সময়/জেআই
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?