অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা
দীর্ঘদিনের প্রেম বিবাহ, এরপর হঠাৎ বিচ্ছেদ। দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। প্রাক্তন স্বামী যখন নিজের জীবনে নতুন করে গুছিয়ে নিচ্ছিলেন, ঠিক সেই সময় সামান্থা অভিনয় থেকে দূরে ব্যক্তিগত বিরহ এবং মায়োসাইটিসের মতো কঠিন রোগে আক্রান্ত হয়।
জীবনের সেই কঠিন অধ্যায় পেরিয়ে এসে চার বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। বিচ্ছেদের কারণ, ট্রলিং এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে মন্তব্য করলেন সামান্থা। অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদের পর থেকেই প্রতি মুহূর্তে জনসাধারণের কড়া নজর ছিল তার উপর।
নিজের প্রতি শতভাগ সৎ থাকার চেষ্টা করেও প্রতিনিয়ত কঠিন সমালোচনা এবং প্রতিকূল প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় তাকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘আমি এটা জোর দিয়েই বলতে পারি, আমি সবসময়ই বাস্তবটাই তুলে ধরতে চেয়েছি। যারা আমাকে অনুসরণ করেন, তারা আমার ব্যক্তিগত সংগ্রাম সম্পর্কে অবগত। বিচ্ছেদ এবং অসুস্থতা এই সবকিছুই আমি জনসমক্ষে এনেছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তার কথায়, ‘যার ফলে অনেকে ট্রল করেছেন, অনেকে নিজের মতামত দিয়েছেন। আমি আমার জীবনের সবটা গুছিয়ে উঠতে পেরেছি তেমন নয়। আমি নিখুঁত নই, আমার ভুল হতে পারে। আমি হোঁচট খেতে পারি। তবে আরও ভলো হওয়ার চেষ্টা করছি।’
আমাদের সময়/কেইউ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’