পরিণীতি-রাঘবকে শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা
মা-বাবা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতের রাজনীতিবিদ রাঘব চাড্ডা। তাদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন রাঘব।
সন্তানের আগমনে খুশিতে ভাসছেন তারকা দম্পতি। একে একে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউড ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখরা। তবে সবচেয়ে বেশি অপেক্ষা ছিল পরিণীতির কাকাতো বোন, বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার শুভেচ্ছার বার্তার জন্য।
সোমবার (২০ অক্টোবর) প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামের স্টোরিতে রাঘবের পোস্ট শেয়ার করে দম্পতিকে শুভেচ্ছা জানান। খালা হওয়ার আনন্দে ভীষণই উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতি এবার ভাই পেল। ফলে ভাই-বোনের জুটিতে আরও এক নতুন অধ্যায় শুরু হলো চোপড়া পরিবারে। এ নিয়ে ভক্তরাও উচ্ছ্বসিত, এখন অপেক্ষা ভাইবোন মালতি ও নবজাতককে একসঙ্গে দেখার।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
যদিও বলিউডে অনেকদিন ধরেই গুঞ্জন রয়েছে যে, প্রিয়াঙ্কা ও পরিণীতির সম্পর্ক খুব একটা মধুর নয়। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা ভাঙতে শুরু করেছে সে জল্পনা।
রোববার সন্তান জন্মের পর রাঘব লিখেছেন, ‘অবশেষে সে এসে গেছে- আমাদের পুত্রসন্তান। সত্যি বলতে, এর আগে জীবন কেমন ছিল, মনে করতে পারছি না। আমাদের হৃদয় এখন পরিপূর্ণ। আগে ছিলাম শুধু আমরা দু’জন, এখন আমাদের কাছে রয়েছে সবকিছু।‘
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন রাঘব ও পরিণীতি। বিয়ের পর থেকেই তাদের সন্তান নিয়ে নানা গুঞ্জন চলছিল। তবে শুরু থেকেই তারা বলেছিলেন- এমন আনন্দের খবর গোপন করবেন না কখনোই।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অবশেষে সেই প্রতিশ্রুতি রেখেছেন তারা। বিয়ের দুই বছরের মাথায় নতুন অতিথিকে বরণ করে 'দুই থেকে তিন' হলেন এই দম্পতি।
তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন বলিউড ও রাজনৈতিক অঙ্গনের বহু তারকা ও ভক্তরা।
আমাদের সময়/ টিটিএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’