ভৈরব নদে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেহেরপুরে ভৈরব নদে গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এরপর ৬ ঘণ্টার অনুসন্ধানে রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের স্লুইস গেটে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) এবং আমদহ গ্রামের মহির হোসেনের ছেলে কৌশিক। তানভীর মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং কৌশিক স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের পরপরই তারা কয়েকজন বন্ধু মিলে ভৈরব নদের রশিকপুর ও রতনপুর গ্রামের সংযোগস্থল স্লুইস গেটের পাড়ে গোসল করতে নামেন। এসময় নদীতে স্রোত প্রবল থাকায় তানভীর ও কৌশিক তলিয়ে যান। স্থানীয়রা তাদের খুঁজে পেতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্থানীয়রা মুজিবনগর ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা জানান, নদীতে পানি প্রবাহ অনেক বেশি থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। এ কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডাকা হয়েছে। পরে খুলনার ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছালে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয়। খুলনা থেকে আসা ডুবুরী দল কয়েক ঘণ্টাব্যাপী নিরলস অনুসন্ধানের পর রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে স্থানীয়রা জানান, প্রতি বছরে এখানে মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে স্থানটির সুরক্ষার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রশিকপুর ভৈরব নদ এখনো অনেকের জন্য ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বর্ষার সময়ে।
এলাকাবাসীর দাবি, নদীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সতর্কতা অবলম্বন করা জরুরী।
আমাদের সময়/আরআর