পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনে ট্রাম্প প্রশাসনকে অনুমতি আপিল আদালতের

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ০৭:৪৪
শেয়ার :
পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনে ট্রাম্প প্রশাসনকে অনুমতি আপিল আদালতের

ট্রাম্প প্রশাসনকে পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমতি দিয়েছে নবম সার্কিট কোর্ট অব আপিলস।

সোমবার এক রায়ে আদালত বলেছে, মোতায়েন ঠেকাতে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে প্রশাসনের আপিলটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই আপিল আদালতের রায়টি প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে চলমান আইনি টানাপোড়েনের এক গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে। 

রায়ে বলা হয়, আপিল চলাকালীন নিম্ন আদালতের স্থগিতাদেশ বহাল রাখার আবেদন মঞ্জুর করা হলো, অর্থাৎ মোতায়েনের ওপর থাকা নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে।

তিন সদস্যের আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত দেয়, এর আগে গত সপ্তাহে মার্কিন জেলা বিচারক কারিন ইমারগুট তার অস্থায়ী নিষেধাজ্ঞা বাড়িয়ে দেন, যা পোর্টল্যান্ডে ফেডারেল বাহিনী মোতায়েন বন্ধ রেখেছিল।

রায়ের সংখ্যাগরিষ্ঠ মতামতে বলা হয়, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোর্টল্যান্ডের বিক্ষোভের তীব্রতা বাড়িয়ে বললেও ‘এটি এই সত্যকে বদলায় না যে, অন্যান্য প্রমাণ আইনি প্রক্রিয়াকে যথেষ্টভাবে সমর্থন করে।’

ট্রাম্প নিযুক্ত দুই বিচারক-রায়ান ডি. নেলসন ও ব্রিজেট এস. বেইড-প্রশাসনের পক্ষে রায় দেন। বিপক্ষে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন নিযুক্ত বিচারক সুসান পি. গ্রাবার। 

তিনি বলেন, ‘আজকের এই সিদ্ধান্ত শুধু অযৌক্তিকই নয়, এটি সংবিধানের মূল নীতিগুলোকে দুর্বল করে-যার মধ্যে রয়েছে অঙ্গরাজ্যগুলোর নিজস্ব মিলিশিয়া বাহিনীর নিয়ন্ত্রণ এবং জনগণের মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের প্রথম সংশোধনীর অধিকার।’

হোয়াইট হাউসের দৃষ্টিকোণ থেকে, এই রায় নিম্ন আদালতের সিদ্ধান্ত ভুল ছিল তা প্রমাণ করে বলে জানিয়েছেন প্রেস সচিব অ্যাবিগেইল জ্যাকসন।

তিনি বলেন, ‘আমরা সবসময়ই বলেছি, প্রেসিডেন্ট ট্রাম্প সহিংস দাঙ্গার পর ফেডারেল সম্পদ ও কর্মীদের সুরক্ষায় তার বৈধ ক্ষমতা প্রয়োগ করছেন, যা মোকাবিলায় স্থানীয় নেতারা ব্যর্থ হয়েছেন।’

প্রেসিডেন্ট ট্রাম্প পোর্টল্যান্ডের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কার্যালয়ের বাইরে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ওই শহরে সৈন্য মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরেছেন।

আমাদের সময়/এআই