সংগীত পরিচালক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি

সাক্ষাৎকার শুভেন্দু দাস

বিনোদন সময় প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৫, ০৮:০২
শেয়ার :
সংগীত পরিচালক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি

সংগীত পরিচালক ও গায়ক শুভেন্দু দাস। ‘গুলবাহার’ গানের সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি। গানের ভুবনে তার পথচলা দেড় যুগের বেশি। ব্যস্ত সংগীতশিল্পী কথা বলেছেন নানা প্রসঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন-তারেক আনন্দ

সংগীত পরিচালক নাকি গায়ক? কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

আমার সুরে প্রথম প্রকাশিত গান ‘ফাগুন বেলায়’। গানের কথা লিখেছিলেন মৌমিতা রায়। সুরের পাশাপাশি কণ্ঠও দিয়েছিলাম। এরপর ‘মুড়ির টিন’, ‘বুলবুলি’, ‘দাঁড়ালে দুয়ারে’, ‘লং ডিসটেন্স লাভ’ প্রমুখ গান শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। নন্দিতা ও ঋতুরাজের কণ্ঠে বুলবুলি গানের বর্তমান ভিউ ৯ কোটি ছাড়িয়ে। একজন সংগীত পরিচালক হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

আলোচিত গান ‘গুলবাহার’-এর সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন। এ গানটির সাড়া কেমন পাচ্ছেন?

‘গুলবাহার’ গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। অভাবনীয় সাড়া বলতে পারেন। যেখানেই যাই সেখানেই গুলবাহারের কথা শুনি। গানের সুর, কথা ও চমৎকার মিউজিক ভিডিও শ্রোতাদের আকৃষ্ট করেছে।

বেশ কিছু কাভার গান প্রকাশ করেছেন। কাভার গান করার উদ্দেশ্য কী ছিল?

সানজিদা মাহমুদ নন্দিতার সঙ্গে একটি ডুয়ো ব্যান্ড আছে আমার। এরই মধ্যে শুধু অ্যাকুস্টিক গিটার দিয়ে বেশকিছু পুরনো বাংলা গান ‘মজি অ্যান্ড কোং’ নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করছি। এর মধ্যে ‘আমায় প্রশ্ন করে’, ‘আকাশ এত মেঘলা’, ‘ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে’, ‘আহা আজি এ বসন্তে’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, ‘বনে নয় মনে মোর’ গানগুলো প্রকাশ করেছি। শ্রোতারা বেশ উপভোগ করছেন। শ্রোতারা ভালো গান নতুন কণ্ঠে, নতুন সংগীতায়োজনে শুনতে পছন্দ করেন।

শিগগির নতুন কোন গান পেতে যাচ্ছে শ্রোতারা?

বেশকিছু মৌলিক গান প্রস্তুত হচ্ছে। শিগগিরই এই চ্যানেলে প্রকাশ করব। আমার শীষ্য আব্দুল্লাহ আল নোমানের লেখা কিছু গান নিয়ে কাজ করছি। এ গানগুলো প্রকাশ পাবে ‘শব্দকল্পদ্রুম’-এর ব্যানারে।

আগামী দিনের পরিকল্পনার কথা জানতে চাই। সংগীত নিয়ে আর কী ধরনের কাজ করতে চান?

আমি সংগীত পরিচালনার কাজটাই মন দিয়ে করে যেতে চাই। যে কারণে আমার ভাবনাজুড়ে সংগীত পরিচালনাটাই আছে। তবে কেউ কেউ আমার কণ্ঠে গানও শুনতে ভালোবাসেন। তাদের জন্য নিজের কিছু একক গানও করছি। সময়মতো তা প্রকাশ পাবে। কোনো তাড়াহুড়া নেই সেসব কাজে। সত্যি বলতে কী আমি বহু ঘরানার মিউজিক সম্পর্কে অবগত তাই বিভিন্ন ঘরানার মিউজিক নিয়েই কাজ করে যেতে চাই। একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই না। যেহেতু এরই মধ্যে আমার সংগীত পরিচালনায় বিভিন্ন শিল্পীর কণ্ঠের গান দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে, তাই আগামীতে আরও ভালো ভালো কাজ করতে চাই। আমার বিশ্বাস আমার শ্রোতা দর্শক আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দেবেন।’

সবারই চলচ্চিত্রের গানে কাজ করার ইচ্ছা থাকে। চলচ্চিত্রের গানে আপনাকে শিগগির পাওয়া যাবে?

‘দেশান্তর’ সিনেমার একটি গানের সংগীত পরিচালক হিসেবে কাজ করেছি। বড় পর্দায় সবারই কাজ করার ইচ্ছা থাকে। আমিও চলচ্চিত্রের গানে বেশি বেশি কাজ করতে চাই।