শাহজালালে বিশেষ ফ্লাইটগুলোর চার্জ মওকুফে চিঠি

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৫, ১৩:২৭
শেয়ার :
শাহজালালে বিশেষ ফ্লাইটগুলোর চার্জ মওকুফে চিঠি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আগুনের কারণে বিশেষ ফ্লাইটগুলোর আরোপযোগ্য চার্জ মওকুফ করেছে সরকার। 

সোমবার (২০ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। 

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে আগুন লাগায় ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটে। এ অবস্থায় এয়ারলাইন্সগুলো কিছু অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে।

এ অবস্থায় ১৯ থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃক পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটের আরোপযোগ্য চার্জ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আমাদের সময়/এএস