আবারও বিশ্বের সবচেয়ে ধনী বিনোদন তারকা টেইলর সুইফট
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও উচ্চ আয়ের সংগীতশিল্পীর তালিকায় শীর্ষে উঠে এসেছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। মাত্র দুই বছরের ব্যবধানে নিজের সম্পদ প্রায় দ্বিগুণ করে ফেলেছেন এই ৩৫ বছর বয়সী তারকা।
ব্লুমবার্গের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে টেইলর সুইফটের মোট সম্পদের পরিমাণ প্রায় ২১০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮ হাজার ৪৫০ কোটি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সুইফটের এই বিপুল সম্পদ বৃদ্ধির পেছনে রয়েছে তার ১২তম স্টুডিও অ্যালবাম “দ্য লাইফ অব আ শোগার্ল” এবং তার ঐতিহাসিক ওয়ার্ল্ড ট্যুর। শুধু যুক্তরাষ্ট্রেই অ্যালবামটি প্রকাশের প্রথম সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ লাখেরও বেশি। অ্যালবামের পাশাপাশি এর সঙ্গে প্রকাশিত প্রমোশনাল চলচ্চিত্র ‘দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অব আ শোগার্ল’ উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ২৯০ কোটি টাকা)।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
টেইলর সুইফটের ‘ইরাস ট্যুর’ এখন পর্যন্ত সংগীত ইতিহাসের সর্বোচ্চ আয় করা ট্যুর। ২০২৩ সালে মার্চ থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ২১ মাসে পাঁচ মহাদেশজুড়ে ১৪৯টি শো করে তিনি মাতিয়েছেন ১ কোটি ১০ লাখের বেশি ভক্তকে। এই ট্যুর থেকেই টিকিট বিক্রি, পণ্য, বিজ্ঞাপন ও অন্যান্য আয় মিলিয়ে রাজস্ব এসেছে ২০০ কোটি ডলার, অর্থাৎ প্রায় ১৭ হাজার ৫৮৯ কোটি টাকা।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’