শ্যামাপূজা /

সীমান্তে মিলনমেলায় ৩০ বছর পর দুই বোনের দেখা

লালমনিরহাট প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৫, ১০:৪০
শেয়ার :
সীমান্তে মিলনমেলায় ৩০ বছর পর দুই বোনের দেখা

ভারত ও বাংলাদেশের একটি সীমারেখা দুটি দেশকে ভাগ করলেও ছিন্ন করতে পারেনি রক্তের সম্পর্ক। প্রতি বছরের মতো এবারও কালীপূজা উপলক্ষে বাংলাদেশ-ভারত সীমান্তে অনুষ্ঠিত হয়েছে মানুষের মিলনমেলা। এদিন ৩০ বছর পর দুই বোনের দেখা হয়। সে সময় তাদের আনন্দাশ্রু মুহূর্তেই ভারি করে তোলে সীমান্তের বাতাস। 

রোববার (১৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলার দুর্গাপুর ও মোগলহাট সীমান্তে কুমারপাড়া দিঘলটারীর ৯২৭ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতের কুচবিহারের দিনহাটা মহকুমার দরিবস গ্রামের জারিঝল্লা এলাকায় সারা দিনব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের মতো এবারও ‘বুড়ির মেলা’ উপলক্ষে সীমান্তের দুই পাশে জড়ো হয়েছিল ১০ থেকে ১২ হাজার মানুষ। একদিকে আনন্দ, অন্যদিকে বেদনা আর কান্নাকাটি সব মিলিয়ে সীমান্তজুড়ে বইছিল আবেগঘন পরিবেশ।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ ৩০ বছর পর বাংলাদেশে বসবাসরত বড় বোনের দেখা পান দিনহাটা থেকে আসা সুভদ্রা বর্মন (৫২)। এ সময় বড় বোনের গলা জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। 

আলিপুরদুয়ার থেকেও অনেকেই এসেছিলেন আত্মীয়দের সঙ্গে দেখা করতে। কেউ দেবর-জা, কেউ ভ্রাতুষ্পুত্র, কেউবা বহু বছর পর জন্মভূমি বাংলাদেশের আত্মীয়দের দেখার আকাঙ্ক্ষা নিয়ে।এ সময় উপহার হিসেবে বিনিময় হয় মিষ্টি, দই, ইলিশ মাছ, শাড়ি, মসলা, ফল ইত্যাদি। উপহার বিনিময়ের সময়ও চোখের জলে ভিজে ওঠে দুই দেশের মানুষের মুখ।

কালীপূজা উপলক্ষে প্রতি বছর ভারতের দরিবস এলাকায় শ্রীশ্রী মা বৃদ্ধেশ্বরী দেবীর পূজা অনুষ্ঠিত হয়। এই পূজাকেন্দ্রিক মেলায় দুই দেশের মানুষের মিলনস্থল। গত ৪৫ বছর ধরে এই পূজা ও মেলা একসঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। এই পূজার বিশেষত্ব হলো-মন্দিরের পুরোহিত আসেন বাংলাদেশ থেকে, আর পূজারি ভারতের। দুই দেশের মানুষ একসঙ্গে পূজা দেন, প্রসাদ খান। আর একদিনের জন্য হলেও ভুলে যান সীমান্তের বিভাজন রেখা।

বাংলাদেশের পুরোহিত বিকাশ চন্দ্র চক্রবর্তী বলেন, প্রতি বছর হাজারো ভক্ত আসেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা হয়। এই মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে দুই দেশের ভক্তদের মিলনমেলা।

ভারতের পূজারি জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ‘পুরোহিত বাংলাদেশে, পূজারি ভারতে এটাই সম্প্রীতির প্রতীক। দুই দেশের মানুষ মিলে এই মন্দির চালান, সহযোগিতাও দু’দেশ থেকেই আসে।’

এবার মেলা ঘিরে দুই দেশের ভক্তদের ভিড় উপচে পড়ে। মন্দির প্রাঙ্গণে বসে খাবার, খেলনা, শাড়ি ও গয়নার দোকান। সীমান্তের দুই পাশ থেকেই পরিবার-পরিজন নিয়ে আসে মানুষ। এতে নিরাপত্তায় সতর্ক ছিল ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি ও বিএসএফ)

লালমনিরহাটের শ্রীমতী সুভীতি রানী বলেন, ‘৩০ বছর আগোত হামরা ভারতে চলি আসি। এ মেলায় হিন্দু-মুসলমান সবাই আসে। গরিব মানুষ ভিসা করতে পারি না, তা ছাড়া এখন ভিসা বন্ধ থাকায় এই মেলাই একমাত্র দেখা করার সুযোগ হামার হয়।’

ভারতের দরিবস এলাকার বাসিন্দা সাইফুল মিয়া বলেন, ‘আমার অনেক আত্মীয় বাংলাদেশে আছে, আবার বাংলাদেশের অনেক আত্মীয় ভারতে রয়েছে।পাসপোর্ট-ভিসা না থাকলেও এই মেলায় এসে দেখা হয়। অশ্রুজলে ভিজে যায় বিদায়ের মুহূর্তের সময়।’

দিনভর এই মেলায় অংশ নেন প্রায় ১০ হাজারের বেশি ভক্ত ও দর্শনার্থী। সূর্যাস্তের আগেই শেষ হয় মেলার আনুষ্ঠানিকতা। বিদায়ের সময় সীমান্তজুড়ে ছড়িয়ে পড়ে অশ্রুসিক্ত আবেগ ও আগামী বছরের প্রতীক্ষা। এই সীমান্ত মিলনমেলা প্রমাণ করে একটি রেখা দেশকে ভাগ করতে পারে, কিন্তু ভালোবাসা ও সম্পর্ককে ছিন্ন করতে পারে না। 


আামাদের সময়/এএস