মাঝ আকাশেই ভেঙে গেলে বিমানের কাঁচ, আহত পাইলট
ল্যান্ডিংয়ের আগে হঠাৎ বিপত্তি বিমানে। উইন্ডশিল্ডে মাঝ আকাশেই চিড় ধরে। বিমানটি ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসের দিকে যাচ্ছিল। সে সময় বিমানটিতে যাত্রী এবং ক্রু মেম্বার মিলিয়ে মোট ১৪০ জন ছিলেন। উইন্ডশিল্ডে চিড় ধরে ভেঙে যাওয়ায় কাচের আঘাতে জখম হন বিমানের এক পাইলট।
গত ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমানের উইন্ডশিল্ডে মাঝ আকাশেই চিড় ধরে।বিমানটি ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসের দিকে যাচ্ছিল। কাঁচের আঘাতে জখম হন বিমানের এক পাইলট। সে সময় বিমানটি ৩৬ হাজার ফুট উঁচুতে ছিল। হুট করেই তা ১০ হাজার ফুট নেমে ২৬ হাজার ফুট উচ্চতায় চলে আসে। এরপর জরুরি অবতরণ করে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সাধারণত বিমানের উইন্ডশিল্ড অত্যন্ত শক্তিশালী উপাদানে তৈরি হয়, যা পাখির ধাক্কা বা হঠাৎ চাপ পরিবর্তনেও ভেঙে যায় না। কিন্তু এই ঘটনার ক্ষতির ধরন এবং পাইলটের আঘাতের বিবরণ দেখে বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনও সাধারণ কাঠামোগত ফাটল নয়। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ফাটলের জায়গায় দগ্ধচিহ্ন রয়েছে এবং পাইলটের হাতে আঘাতের দাগ দেখা গেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস