৮০ বার লঙ্ঘন করে যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ০৮:৪৭
শেয়ার :
৮০ বার লঙ্ঘন করে যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার (১৯ অক্টোবর) যুদ্ধবিরতি ভেঙে গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী (আইডিএফ) সেনারা। এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

দিনের শেষদিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে আইডিএফ। তারা বলেছে, ‘রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর, প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। যা হামাস ভঙ্গ করেছিল।’

ইসরায়েলের দাবি, হামাসের হামলায় রোববার (১৯ অক্টোবর) সকালে রাফাতে ইসরায়েলের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে। তখন তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়।  যদিও হামাস জানিয়েছে, রাফার সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়।

আমাদের সময়/এমএইচ/