বিশ্বখ্যাত লুভর মিউজিয়ামে চুরি, একদিনের জন্য বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ০৮:১৯
শেয়ার :
বিশ্বখ্যাত লুভর মিউজিয়ামে চুরি, একদিনের জন্য বন্ধ ঘোষণা

ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালের দিকে এই ঘটনার পর একদিনের জন্য জাদুঘর বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চোরেরা জাদুঘর থেকে কী নিয়ে গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গয়না চুরি হয়েছে।

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি বলেছেন, এ ঘটনার পর জাদুঘরটি একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি এক্স-পোস্টে বলেছেন, ‘ব্যতিক্রমী কারণে’ আজকের দিনের জন্য জাদুঘর বন্ধ থাকবে। তিনি ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

লুভর বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর এবং এখানে অনেক বিখ্যাত শিল্পকর্ম ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রয়েছে।