দফায় দফায় অগ্নিকাণ্ড /

স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কোর কমিটি গঠন

অনলাইন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ২২:৩৮
শেয়ার :
স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কোর কমিটি গঠন

দেশে সম্প্রতি বড় ধরনের কয়েকটি অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকার একটি ‘কোর কমিটি’ গঠন করেছে। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে ৭ সদস্যের এ কোর কমিটি করা হয়।

দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘ধারাবাহিক অগ্নিকাণ্ড তদন্তে ৭ সদস্যের কোর কমিটি করা হয়েছে। পরবর্তী সময়ে সদস্য আরও বাড়তে পারে।’

কোর কমিটির ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আশা করা যায় একটি পরিচ্ছন্ন প্রতিবেদন আমরা পাব।’

ঢাকা ও চট্টগ্রামে পাঁচ দিনের মধ্যে তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। প্রথম ঘটনাটি ঘটে ঢাকার মিরপুরে রূপনগর এলাকায়।

মঙ্গলবার সেখানে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ২৮ ঘণ্টা পরে।

এরপর বৃহস্পতিবার আগুন লাগে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল- সিইপিজেড এলাকার একটি কারখানায়। সেখানে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কথা শোনা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ১৭ ঘণ্টা পর।

সবশেষ শনিবার বড় ধরনের আগুন লাগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। আগুন নিয়ন্ত্রণে আসে পরের দিন।

এক দিন পর পর এ ধরনের বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় নানা মহলে সমালোচনা শুরু হয়। এসব ঘটনা ‘পরিকল্পিত’ কিনা, সেই প্রশ্নও ওঠে।

এমন প্রেক্ষাপটে রোববার বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে জরুরি সভায় বসেন বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বাহিনীর প্রতিনিধিরা।

সভায় বাণিজ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালও উপস্থিত ছিলেন।

আমাদের সময়/এআই