পূর্ণিমার রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ২০:২৫
শেয়ার :
পূর্ণিমার রহস্যময় পোস্ট
ছবি : সংগৃহীত।

‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ’— এমনই এক তীব্র ও রূপকধর্মী বাক্যে মনের কথা প্রকাশ করলেন অভিনেত্রী পূর্ণিমা।

নব্বই দশকের দর্শকপ্রিয় এই নায়িকা এখন চলচ্চিত্রে নিয়মিত না হলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়।

রোববার (১৯ অক্টোবর) ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্টে তিনি লেখেন, “যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

যদিও কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন তা স্পষ্ট করেননি পূর্ণিমা। তবে তার লেখার শব্দচয়ন ও তীক্ষ্ণ অভিব্যক্তি ইঙ্গিত দেয় গভীর আঘাতের, হয়তো সম্পর্কের, হয়তো বিশ্বাসের।

একই পোস্টে তিনি আরও লিখেছেন, “যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।”

শেষে পূর্ণিমা লিখেছেন এক আত্মিক সত্য: “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

নায়িকার এমন খোলামেলা ও দার্শনিক ভাবনার পোস্টে ইতোমধ্যেই অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সহমত জানিয়ে লিখেছেন— “পূর্ণিমা আপু একদম সত্য বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।” আবার কেউ মন্তব্য করেছেন— “এ যেন আমাদের সবার জীবনের গল্প।”

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত হলেও, পূর্ণিমা এখনো দর্শকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু। মাঝে মাঝে এমন খোলা মনের লেখার মধ্য দিয়েই যেন তিনি জানান দেন— চুপ থাকলেও তিনি ভেতরে এখনো একই রকম প্রাণবন্ত, সংবেদনশীল, আর সত্যবাদী।

আমাদের সময়/কেইউ