পুত্রের মা হলেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১৯:৪১
শেয়ার :
পুত্রের মা হলেন পরিণীতি চোপড়া
ছবি : সংগৃহীত।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। রোববার (১৯ অক্টোবর) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। এ খবরে অভিনয় ও রাজনৈতিক অঙ্গনে বইছে অভিনন্দনের ঢল।

দম্পতি নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দের খবর ভাগ করে নিয়েছেন। এক যৌথ বিবৃতিতে পরিণীতি ও রাঘব লেখেন, অবশেষে সে এসে গিয়েছে- আমাদের পুত্রসন্তান! এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটাই আমরা ভুলে গেছি। আমাদের কোল এখন পূর্ণ, মন আরও পরিপূর্ণ।

তারা আরও লেখেন, আগে আমরা ছিলাম একে অপরের জন্য, এখন আমাদের দুজনের কাছেই সব আছে।

আজ সকালেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেলা গড়াতেই অভিনেত্রী ও তার স্বামী নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শুভ সংবাদটি প্রকাশ করেন। জানা গেছে, আপাতত পরিণীতি দিল্লিতেই থাকবেন, যেখানে রাঘব চাড্ডার কর্মস্থলও অবস্থিত।

চলতি বছরের আগস্টে পরিণীতি ও রাঘব তাদের প্রথম সন্তানের আগমনের ঘোষণা দিয়েছিলেন। ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন তারা, যার ওপর লেখা ছিল- এক যোগ এক সমান তিন। তখন অভিনেত্রী লিখেছিলেন, আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা ধন্য আমি, ভাষায় প্রকাশ করতে পারব না।

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকে চলচ্চিত্রের কাজ থেকে বিরতি নিয়েছিলেন এই বলিউড নায়িকা।

আমাদের সময়/কেইউ