খুলনা কারাগারে দুই পক্ষের সংঘর্ষ, ৩ আসামিকে পাঠানো হলো কাশিমপুরে
খুলনা জেলা কারাগারের ভেতর আটক শীর্ষ সন্ত্রাসী দুই পক্ষের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন আসামিকে রাজধানীর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেে পাঠানো হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে পুলিশ পাহারায় প্রিজনভ্যানে তাদেরকে পাঠানো হয়। এর আগে শনিবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে এ সংঘর্ষ হয়।
কাশিমপুরে পাঠানো তিনজন আসামি হলেন তুহিন, রাব্বি এবং জিতু।
এ বিষয়ে জেল সুপার নাসির উদ্দিন বলেন, ‘কারাগারের ভেতরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় রাতে কারা হেড কোয়ার্টারে বিষয়টি অবগত করা হয়। এ ঘটনায় কয়েকজনের নামের তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সেখান থেকে আসামিদের পাঠানোর কথা জানানো হলে প্রাথমিক পর্যায়ে সকালে কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোটভাই রাব্বি এবং জিতুকে পুলিশ পাহারায় প্রিজনভ্যানে করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। নামের তালিকায় যারা আছে পরবর্তীতে তাদেরও ঢাকায় পাঠানো হবে।’
উল্লেখ্য, শনিবার বিকেলে খুলনা জেলা কারাগারের ভেতর আটক শীর্ষ সন্ত্রাসী দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে জেলা কারাগারের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।
আমাদের সময়/আরডি