সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মডেলের
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও টিকটকার রোমাইসা সাঈদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কয়েক দিন আগে ফয়সালাবাদে মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
রোমাইসার অকাল মৃত্যুতে পাকিস্তানের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সহকর্মী শিল্পী, ইনফ্লুয়েন্সার ও ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।
ফয়সালাবাদে জানাজা শেষে তাকে ননকানা সাহিবের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রসঙ্গত, রোমাইসা ছিলেন পাকিস্তানের ফ্যাশন জগতের উদীয়মান মুখ। র্যাম্পে কাজের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ইনস্টাগ্রামে ছিলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। সংক্ষিপ্ত কিন্তু তার উজ্জ্বল ক্যারিয়ার অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে অনেক তরুণ শিল্পীর কাছে।
আমাদের সময়/কেইউ
আরও পড়ুন:
ভারতে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর