পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ১৭:৪০
শেয়ার :
পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে আবু সাইদ (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নিজাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আবু সাইদ ওই গ্রামের মনির মোল্লার ছোট ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা সালেহা বেগম তাকে ঘরে রেখে গরুর জন্য ঘাস কাটতে যায়। ফিরে এসে ছেলেকে না দেখে ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এসে শিশুটিকে খোঁজাখুঁজি করে।

একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দশমিনা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানিফ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

আমাদের সময়/আরডি