ছেলের লাশ দেখে মায়ের মৃত্যু
মানিকগঞ্জে ডেঙ্গু জ্বরে মারা যাওয়া ছেলের লাশ দেখে না ফেরার দেশে পাড়ি জমালেন মা। রোববার (১৯ অক্টোবর) সকালে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
মৃতরা হলেন সাহেবপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দুল আওয়াল হোসেন (৪১) ও তার মা রেহেলা আক্তার (৬৯)।
স্থানীয়রা জানান, মৃত আনছার আলীর ছোট ছেলে আব্দুল আওয়াল গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মৃত্যু হয় তার।
পরদিন রোববার সকালে ছেলের লাশ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন মা রেহেলা। মাটিতে বসেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন। একপর্যায়ে জ্ঞান হারান। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার আগেই মারা যান তিনি।
স্থানীয়রা আরও জানান, আওয়াল ছিলেন অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। স্থানীয় বাজারে ওষুধের দোকান চালাতেন তিনি। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। রেখে গেছেন এক ছেলে ও এক মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ালের বড় ভাই মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান। তিনি বলেন, ‘ছোট ভাইয়ের মৃত্যু ছিল আমাদের পরিবারের জন্য গভীর শোকের। কিন্তু মা যেভাবে তার মৃত্যুর খবর শুনে চলে গেলেন, তা কোনোভাবে। রেখে গেছেন এক ছেলে ও এক মেয়ে।
আমাদের সময়/আরডি