যে যন্ত্র ব্যবহার করে ৭০ শতাংশ বায়ুদূষণ কমল পাকিস্তানি শহরের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১৬:১৬
শেয়ার :
যে যন্ত্র ব্যবহার করে ৭০ শতাংশ বায়ুদূষণ কমল পাকিস্তানি শহরের

বিশ্বের অন্যতম দূষিত মহানগর হিসেবে পরিচিত পাকিস্তানের লাহোর শহর। এবার সেই শহরের দূষণ ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার দাবি করেছে প্রশাসন।  প্রথমবারের মতো ‘অ্যান্টি-স্মগ গান’ চালু করে লাহোরের বায়ুদূষণ ৭০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম হয়েছে পাকিস্তানের পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষ (ইপিএফ)। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

লাহোরের জনসংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ এবং শহরটির বাসিন্দারা বছরের ছয় মাস এই দূষিত বাতাসেই শ্বাস নিতে বাধ্য হন। ঘন ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন আর মৌসুমি ধূলিঝড়ের কারণে শহরটির বাতাস বছরের বেশিরভাগ সময়ই শ্বাস-প্রশ্বাসের অযোগ্য হয়ে থাকে। সেজন্য নতুন প্রযুক্তির দিকে ঝুঁকছে প্রশাসন। 

লাহোরের কান্না এলাকায় পরীক্ষামূলকভাবে অ্যান্টি-স্মগ গান চালু করার পর বায়ুদূষণ ৭০ শতাংশ কমেছে বলে জানিয়েছে ইপিএফ। পাঞ্জাব সরকার বলছে, এটি দূষণ মোকাবিলায় বড় ধরনের সাফল্য।  

পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লিখেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশনায় পরিচালিত অ্যান্টি-স্মগ গান পরীক্ষাটি ‘পরিবেশগত প্রচেষ্টায় এক উল্লেখযোগ্য সাফল্য’।