মারা গেলেন মেটাল ব্যান্ড লিম্প বিজকিটের স্যাম রিভার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১৪:৫৭
শেয়ার :
মারা গেলেন মেটাল ব্যান্ড লিম্প বিজকিটের স্যাম রিভার

জনপ্রিয় মেটাল ব্যান্ড লিম্প বিজকিটের প্রতিষ্ঠাতা সদস্য স্যাম রিভার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিবিসি-র একটি প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত মদ্যপানের জন্য দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। এমনকি শরীর ক্রমাগত খারাপ হওয়ায় লিম্প বিজকিট থেকে বেরিয়ে আসেন। 

এক বিবৃতিতে লিম্প বিজকিট জানায়, ‘রিভার আমাদের বেজ প্লেয়ার ছিল না, সে ছিল আমাদের শব্দের আত্মা। প্রথম দিন থেকে আমরা একসঙ্গে গান করছি। সঙ্গীতের মাধ্যমে যে আলো ও সুর স্যাম নিয়ে এসেছে, তা অপূরণীয়। ’ 

ফ্লোরিডার জ্যাকসনভিলে জন্ম স্যাম রিভার্সের। স্কুলে পড়াকালীন মিউজিকে হাতেখড়ি হয় তার। ছোটো থেকে টিউবা বাজালেও, পরবর্তীতে বেস গিটারের দিকেই ঝোঁকেন তিনি। আর সেই সূত্রেই পরিচয় হয় লিম্প বিজ়কিট-এর গায়ক ফ্রেড ডার্স্টের সঙ্গে। এর পরে তারা দু’জনে ‘মালাচি সেজ’ মে একটি স্বল্প সময়ের ব্যান্ড তৈরি করলেও, তাদের সঙ্গেই যোগ দেন ড্রামার জন অট্টো, গিটারিস্ট ওয়েস বরল্যান্ড ও ডিজে লেথাল। আর এর পরেই ১৯৯৪-তে পথ চলা শুরু হয় লিম্প বিজকিট।

২০০০ সালে রেসলিং কিংবদন্তী দ্য আন্ডারটেকার তার এনটেরান্স মিউজিক হিসেবে এই ব্যান্ডের ‘কিপ রোলিং’ গানটি ব্যবহার করেন। তারপর থেকে আরও বাড়তে থাকে ব্যান্ডটির জনপ্রিয়তা। রেসলিংয়ের সবচেয়ে বড় শো রেসেলমেনিয়া নাইন্টিন এ লাইভ পারফর্মও করে স্যাম রিভার ও লিম্প বিজকিট।