সপরিবারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা
বাবা, মা ও ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ঘুরাঘুরির আনন্দ শেষ হতেই ফেরার পথে ঘটে বিপত্তি। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি ও তার পরিবার। সৌভাগ্যবশত, বড় ধরনের বিপদ হয়নি।
নিজেই দুর্ঘটনার খবর জানিয়েছিলেন জয়জিৎ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘যা বুঝলাম, আমার নামের আগে ‘লেট’ লাগতে এখনও দেরি আছে।’
পরে অবশ্য সেই পোস্টটি মুছে ফেলেন অভিনেতা। পরে নতুন এক পোস্টে তিনি অনুরাগীদের উদ্দেশে জানান, ‘অ্যাক্সিডেন্টের পোস্টটা মুছে দিয়েছিলাম, কারণ অনেক ফোন আসছিল আমাদের আপনজনদের থেকে। তখন কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়জিৎ বলেন, ‘আমার গাড়ি আর একটা লরি দুটোই বেশ স্পিডে চলছিল। হঠাৎ পাশ থেকে লরিটা চাপ দেয়, তখনই দুর্ঘটনা ঘটে। কোনওরকমে কপালের জোরে বেঁচে গেছি। বাবা, মা, ছেলে সবাই গাড়িতে ছিল। তাই ভয়টা আরও বেশি পেয়েছিলাম। ভাবতেই পারছি না কী হতে পারত! এখন অনেকটাই ভালো আছি।’
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে ভরে ওঠে অনুরাগীদের মন। জয়জিৎ পরে নিশ্চিত করেছেন, এখন তিনি ও তার পরিবার সম্পূর্ণ সুস্থ আছেন। তার ভাষ্য, ‘চিন্তার কিছু নেই। আমরা সবাই ভালো আছি।’
আরও পড়ুন:
ভারতে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
প্রসঙ্গত, কয়েক দিন আগেই জয়জিৎ ভাইজ্যাকে ঘুরতে গিয়ে পরিবারের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কে জানত, সেই আনন্দভ্রমণ শেষ হবে এমন এক আতঙ্কের অভিজ্ঞতায়!
আমাদের সময়/কেইউ
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট