ফের বিয়ের পোস্ট মাহিয়া মাহির

বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১৪:১৪
শেয়ার :
ফের বিয়ের পোস্ট মাহিয়া মাহির
ছবি : সংগৃহীত।

চিত্রনায়িকা মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন নিয়ে গত দেড় বছর ধরে বিনোদন জগতে ছিল নানা জল্পনা-কল্পনা। স্বামী রাকিব সরকারের সঙ্গে তার সম্পর্ক কেমন চলছে, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না। বছর দেড়েক আগে মাহি নিজেই সামাজিক মাধ্যমে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন।

সেই ঘোষণার পর জনসমক্ষে আর দেখা যায়নি এই তারকা দম্পতিকে। তবে সম্প্রতি সব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন এই আলোচিত তারকা। অনেকটা নাটকীয়ভাবেই তিনি ভক্তদের সুখবর দিলেন।

শনিবার (১৮ অক্টোবর) চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও বিয়ের পোস্ট দিলেন।

এ পোস্ট দেওয়ার পরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তাদের পোস্টের কমেন্ট বক্স ভরে যায় ভালোবাসার বার্তায়।

একজন নেটিজেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ অভিনন্দন প্রিয়ভাই, আপনাদের জন্য শুভকামনা। সৃষ্টিকর্তা আপনাদের সবসময় ভালো রাখুক।’ আরেকজন লিখেছেন, ‘রাকিব সরকার ভাই মাহিয়া মাহি ভাবি আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।’

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। পাঁচ বছর পর সেই সংসারের ইতি টানেন। এরপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। বছর দেড়েক আগে মাহি জানিয়েছিলেন রাকিবের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ হয়েছে। যদিও এবার জানালেন- সেটি শুধুই রাগের বহিঃপ্রকাশ ছিল।

আমাদের সময়/কেইউ