প্রেমের সম্পর্ক ছিন্ন হওয়ায় প্রেমিকার আত্মহত্যা
নোয়াখালীর কবিরহাটে প্রেমিকের নানার বাড়িতে কিশোরী প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক আরাব বিল্লাকে (১৯) আটক করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড নরসিংহপুর গ্রামের কবির মাস্টার বাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, নিহত সায়মা ইসলাম জুই (১৭) সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুহুরী বাড়ির প্রবাসী জিয়াউল হকের মেয়ে এবং নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। অপরদিকে প্রেমিক আরাব কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের মজিবল হকের বাড়ির মো.সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সায়মার পারিবার তাকে পারিবারিকভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন পরিবারের সদস্যরা আরাবের সঙ্গে তার প্রেমের কথা জানতে পারেন।
এ নিয়ে গত কয়েক দিন আগে সায়মার মা পারভীন আক্তার মেয়েকে গালমন্দ ও মারধর করেন। একপর্যায়ে গত ৩দিন ধরে নিখোঁজ ছিলেন সায়মা। হঠাৎ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ওই কিশোরী প্রেমিকের নানার বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের দরজা বন্ধ করেন এবং সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
এ বিষয়ে আরাব বিল্লাহর নানী মোশাররেফা বেগম বলেন, ‘আমি জামায়াতে ইসলামীর সংগঠন করি। সকালে আমাদের দলীয় মহিলা কর্মী আমার কাছে আসেন। বোকার পরে সায়মা আমার ঘরে ঢুকেছে। ভেবেছিলাম, আমার দলীয় কর্মী। হঠাৎ সে আমার ঘরের ভেতরে ঢুকে একটা রুমে দরজা বন্ধ করে দেয়। দরজার ফাঁক দিয়ে দেখি, মেয়েটি আত্মহত্যা করেছে। তখন কবিরহাট থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করা থানা নিয়ে যায়।
এদিকে সাইমা ইসলাম জুই-এর মা পারভিন আক্তার বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি থানায় মামলা করেছি। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
অপরদিকে আরাব বিল্লাহর মা মোবাশ্বেরা বেগম বলেন, ‘সাইমা ইসলাম জুই-এর সঙ্গে কবিরহাট কলেজে পড়া অবস্থায় আমার ছেলের পরিচয় ছিল। আর কিছু আমি জানি না।’
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, ‘গতকাল খবর পেয়ে আমি নিজে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। জুই-এর মা পারভীন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিককে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক জানান, ওই মেয়ের সঙ্গে আগে তার সম্পর্ক ছিল। গত ২ মাস ধরে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক প্রত্যাখ্যান করায় ক্ষোভে সে আত্মহত্যা করতে পারে।’
আমাদের সময়/আরআর