নতুন সূচিতে চলছে মেট্রোরেল
যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) থেকে প্রতিদিন সকালে চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে। এদিন সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।
নতুন সময় অনুযায়ী, উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেনটি ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে। রাতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
শুধু তাই নয়, শুক্রবারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শুক্রবার মেট্রোরেল চালু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, যা আগে শুরু হতো বিকেল ৩টায়।
সরেজমিন দেখা গেছে, রোববার সকালে যাত্রী তুলনামূলক কম হলেও সময় গড়ার সঙ্গে সঙ্গে স্টেশনে ভিড় বাড়তে থাকে। যাত্রীরা এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন: মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ
বর্তমানে প্রতিদিন ৪ লাখেরও বেশি যাত্রী উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াত করছেন। যাত্রীরা ট্রেনের ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন।
এ বিষয়ে মেট্রোরেল নির্মাণ-পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ট্রিপ বাড়াতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আমাদের সময়/এএস