দূষণের শীর্ষে লাহোর, ঢাকার কী খবর?
হেমন্ত কালের শুরুতে শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকায় বায়ুদূষণ বেড়েই চলেছে। রোববার (১৯ অক্টোবর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় সপ্তম স্থানে রয়েছে শহরটি। আজ একিউআই স্কোর ১৫২ নিয়ে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
স্থানীয় সময় ৯টা ৩৩ মিনিটে বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) থেকে এ তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, আজ ২৯২ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এর পর দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি, স্কোর ২৩৮ এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, স্কোর ১৮৩।
তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ও ভারতের মুম্বাই, স্কোর যথাক্রমে ১৬০ ও ১৫৮। এর পর ১৫৬ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তানের করাচি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে ‘বিশুদ্ধ বাতাস’ ধরা হয়। ৫১-১০০ হলে তা ‘সহনীয়’। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর।
স্কোর ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস ‘দুর্যোগপূর্ণ’।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আমাদের সময়/এএস