গাজায় যুদ্ধবিরতি ভেঙে ১১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল। ফিলিস্তিনের একই পরিবারের ১১ জনকে হত্যা করেছে তারা। আটদিনের যুদ্ধবিরতির এটাই সবচেয়ে বড় লঙ্ঘন বলছে আল-জাজিরা।
শুক্রবার সকালে বেসামরিক একটি বাহনে ট্যাংকের গোলা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এতে সাত শিশু ও তিন নারীসহ ১১ জন মারা যান। সিভিল ডিফেন্স এর মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারা কোনো সতর্কবার্তা দিতে পারতো। কিন্তু তারা (ইসরায়েল) যেন এখনো রক্তের জন্য ক্ষুধার্ত।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হামাস এ ঘটনাকে ‘নৃশংস গণহত্যা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানায়, আবু শাবান পরিবারকে ‘অকারণ ও অন্যায়ভাবে’ টার্গেট করা হয়েছে। হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য চাপ প্রয়োগ করে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আমাদের সময়/এমএইচ/
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস