১১ সংস্থা পাচ্ছে নতুন পদ

তাওহীদুল ইসলাম
১৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৮
শেয়ার :
১১ সংস্থা পাচ্ছে নতুন পদ

বিভিন্ন মন্ত্রণালয়-সংস্থার অর্গানোগ্রামে বড় ধরনের পরিবর্তন আসছে। সৃষ্টি করা হচ্ছে নতুন পদ। এরই মধ্যে এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি মিলেছে। এবার প্রস্তাবগুলো উত্থাপন হবে মন্ত্রিপরিষদ বিভাগে। আগামীকাল সোমবার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভা হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে দুপুর আড়াইটায় বৈঠকটি হতে পারে। বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, ধর্ম মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জনবল নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা বন্দরে বর্তমানে পদ রয়েছে ৩৪০টি। পায়রা বন্দরের প্রশাসনিক এবং অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। সে অনুযায়ী স্থায়ীভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি পদ এবং অস্থায়ীভাবে অন্যান্য ৯৪টি পদসহ মোট ৯৫টি পদ সৃজনে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থবিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ৫৬টি পদের বেতস্কেলও নির্ধারণ করেছে। এখন প্রস্তাবটি তোলা হবে সচিব কমিটির সভায়।

এর বাইরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কুমিল্লা, রাজশাহী ও যশোর সার্ভে ইনস্টিটিউটের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ৪০টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে অন্যান্য ৫৭টি পদসহ ৯৭টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রকল্পের জন্য ১৩০টি পদে ভূতাপেক্ষ অনুমোদনের প্রস্তাব করা হয়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন ভূমি অফিস ও গোসারইরহাট উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিস করা হবে। এ রকম পাঁচটি অফিসের জন্য ১৫টি নতুন পদ সৃজন করা হচ্ছে। জাতীয় প্রাথমিক প্রশিক্ষণ একাডেমির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৩ সংশোধন হচ্ছে। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের জন্য অফিস সহায়কের আটটি পদ আউটসোর্সিংয়ের পরিবর্তে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হবে।

এ ছাড়া বস্ত্র অধিদপ্তরের আজিজুন নেসা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের জন্য ১৪টি পদ সৃজন করা হচ্ছে। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২৬টি পদ সৃজন করা হবে। করোনাকালে সৃজিত পদ থেকে ১২টি পদ সমন্বয় এবং বিদ্যমান ১৮টি পদ বিলুপ্ত করা হবে। শিল্প মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে স্থায়ীভাবে ছয়টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে ৯টি পদসহ মোট ১৫টি পদ সৃজন করা হচ্ছে। এ ছাড়া সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিকরণের আগে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের লক্ষ্যে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩৭টি পদ সৃজন করা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি মিলেছে। আগামীকালের সচিব কমিটির সভায় প্রস্তাবটি উত্থাপন করার কথা রয়েছে।