ছুটি শেষে আজ শুরু হাইকোর্টের বিচার কাজ
৬৬টি বেঞ্চ গঠন
দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আজ রবিবার থেকে শুরু হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের বিচার কাজ। এ জন্য হাইকোর্ট বিভাগে ৬৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে ৩৫টি দ্বৈত ও ৩১টি একক বেঞ্চ রয়েছে। একই সঙ্গে আপিল বিভাগের জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে।
গতকাল সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে বেঞ্চ গঠন সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিমকোর্ট। এ সময় জরুরি বিষয়ে শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলমান ছিল।
অবকাশকালীন ছুটি শেষে রীতি অনুযায়ী আজ রবিবার সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে আইনজীবী ও বিচারপতিদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। মিলনমেলা উপলক্ষে ইনার গার্ডেনকে সাজানো হয়েছে।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর
সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. আতিকুস সামাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিমকোর্ট মূল ভবন সংলগ্ন বাগানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:
বরিশালে ৯ ছাগলের সাজা মওকুফ