শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল শুরু
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগায় বিমান চলাচল সাময়িক স্থগিত ছিল। আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে এ বিমানবন্দর দিয়ে বিমান চলাচল শুরু হয়েছে।
আজ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ। তিনি বলেন, ‘৯টা থেকে আমাদের বিমানবন্দরের কার্যক্রম আমরা শুরু করেছি। ৯টা ০৬ মিনিটে প্রথম ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে।’
এর আগে, আজ বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে বিমান চলাচল স্থগিতের কথা জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ।
বিমান চলাচল সাময়িক স্থগিত করায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনেকগুলো ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। অবতরণ করতে পারেনি ঢাকাগামী অনেক ফ্লাইট।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জানা যায়, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইনডিগোর ৬ ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ ছিল। ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস–বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। দিল্লি থেকে ঢাকাগামী ইনডিগোর একটি ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়ার ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে।
এ ছাড়া সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৈয়দপুরে এবং চট্টগ্রাম থেকে ঢাকামুখী ইউএস–বাংলার একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে চট্টগ্রামেই ফিরে গেছে।
প্রসঙ্গত, আজ দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পায় সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ফায়ার সার্ভিস ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। উদ্ধার সহায়তায় যোগ দেয় বিজিবির ২ প্লাটুন সদস্য। বিমানবন্দর এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য পুলিশের কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়।
আগুনে ফায়ার ফাইটার, আনসারসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।