জাতীয় নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি

অনলাইন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ২২:২৬
শেয়ার :
জাতীয় নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি আমাদের নির্বাচন করতে হয়, তাহলে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’

সিইসি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের কর্মপরিকল্পনায়ও এভাবেই রয়েছে।

নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটি স্বচ্ছ নির্বাচন করতে চাই, গোপন কোনো নির্বাচন দিতে চাই না। আমরা চাই এমন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নির্বাচন, যা সবাই নিজের চোখে দেখতে পারে। রাতের অন্ধকারে আর কোনো নির্বাচন দেখতে চাই না।’

‘সিইসি হিসেবে যেমন আমার দায়িত্ব আছে, তেমনি দেশের প্রতিটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে। গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এখানে সবার অবদান রাখতে হবে।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা প্রতিটি বাংলাদেশি ভোটারদের জন্য এমন পরিবেশ সৃষ্টি করতে চাই; যাতে সবাই নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারে। প্রবাসে যারা আছেন, তাদের জন্যও আমরা ভোটের ব্যালটের ব্যবস্থা করেছি।’

সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমি আপনাদের সহযোগিতা কামনা করি এবং পাশে পেতে চাই। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না। বরং আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই, পার্টনার হিসেবে পাশে পেতে চাই।’

আমাদের সময়/জেএইচ