দেশে ফিরলেন ভারতীয় কোস্টগার্ডের হাতে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক

বেনাপোল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ২১:৫৮
শেয়ার :
দেশে ফিরলেন ভারতীয় কোস্টগার্ডের হাতে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক

দীর্ঘ আট মাস পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন ভারতীয় কোস্টগার্ডের হাতে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন শরিফুল শেখ (২০), বাপ্পি শেখ (১৮), মিহাত ফকির (২২),শাওন মোল্লা (২৫), জিহাদ মোল্লা (২৫), আহাদ শেখ (২৬), সাগর হোসেন (২৬), রাজিব শেখ (২৭), তরিকুল ইসলাম (২৯), আল আমিন শেখ (৩২), মোহাম্মদ আলী (৪৪) ও জসীম উদ্দিন শেখ (৫৩)। তাদের বাড়ি যশোর, নড়াইল, মাগুরা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ফেরত আসা ১২ বাংলাদেশি নাবিককে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে জাস্টিস অ্যান্ড কেয়ারের নামে একটি মানবাধিকার সংস্থা পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, গত ৩১ জানুয়ারি বাংলাদেশের নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই ‘এমভি সি ওয়ার্ল্ড’ নামের একটি জাহাজ ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজটি পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার ঘোড়ামারি দ্বীপ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ভারতীয় কোস্টগার্ড তাদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুল সাইক্লোন সেন্টারে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার বিকেলে তারা দেশে ফিরেছেন।

তিনি জানান, পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করা হয়েছে। তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের সময়/আরডি