জুলাই সনদ বিভাজনতন্ত্রের সূচনা করেছে: জাপা মহাসচিব
জুলাই সনদ সব খাতে বিভাজনতন্ত্রের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন শামীম হায়দার পাটোয়ারী।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘জুলাই ঘোষণা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পদক্ষেপ। অর্ধেকের বেশি নিবন্ধিত দলের অনুপস্থিতি এই সনদের ভিত্তি দুর্বল করে দিয়েছে। ঐক্যের পরিবর্তে অনৈক্য বিভাজনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। জুলাই সনদ সকল সেক্টরে বিভাজনতন্ত্রের সূচনা করেছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘সংবিধান সর্বোচ্চ আইন। জুলাই সনদের কারণে দ্বৈত সংবিধানতন্ত্রের সূচনা হলো। প্রক্রিয়াটি অংশগ্রহণ মূলক হলো না। এই নন-ইনক্লুসিভ প্রক্রিয়ায় দেশ চললে, ভোট হলে দেশে দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব চলবে। দেশ সামনে এগোতে পারবে না। গণতন্ত্র হোঁচট খাবে।’
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এরশাদের শাসনামলে বিচার বিভাগ স্বাধীন ছিল। উপজেলা আদালত, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ এরশাদের অসাধারণ সংস্কার ছিল।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন প্রমুখ।