পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

ধোবাউড়া (ময়মনসিংহে) প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ২০:২২
শেয়ার :
পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

ময়মনসিংহের ধোবাউড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীকে কুড়াল দিয়ে মাথায় আঘাত ও পুরুষাঙ্গ কেটে হত্যার অভিযোগে স্ত্রী রাজিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) উপজেলার এরশাদবাজার সংলগ্ন কেষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাবুল মিয়া (৫৫)। তিনি একই গ্রামের শামছুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে কেষিয়াপাড়া এলাকার একটি বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে স্ত্রী রাজিয়া কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে, এবং পুরুষাঙ্গ কাটে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই বাবুল মিয়ার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার ভোরে আত্মীয়দের চিৎকারে প্রতীবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বসতঘর থেকে লাশ উদ্ধার করে এবং স্ত্রী রাজিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রতিবেশী সাদেকুর ও সোহাগ জানান, দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা নাই, প্রায় সময় ঝগড়া লাগতো।

নিহতের ভাই নজরুল ইসলাম জানান, ‘ঘরে তারা দুইজন ছাড়া কেউ ছিল না। তার স্ত্রীই হত্যা করেছে।’ 

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে ধোবাউড়া থানার (ওসি) তদন্ত মোজাম্মেল হক বলেন, ‘পারিবারিক কলহের কারণে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত আরও জানাতে পারব।’

আমাদের সময়/আরডি