শাহজালাল বিমানবন্দরের সামনের সড়কে যানজট
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এর সামনের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ সড়কের নিকুঞ্জ থেকে বিমানবন্দরমুখী সড়কের প্রায় ৪ কিলোমিটার পথ পাড়ি দিতে দীর্ঘ সময় লাগছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম হাসিবুর রহমান বাবু সংবাদমাধ্যমকে বলেন, বিমানবন্দরে আগুন লাগার কারণে এই সড়কে গাড়ির জট রয়েছে। আগুন লাগার কারণে বিমানবন্দর এলাকায় গাড়িগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ, অনেকের সঙ্গেই চারজন পাঁচজন করে মানুষ আসেন। তাদেরকে আপাতত প্রধান সড়কে নামতে হচ্ছে ও মালামাল নামাতে হচ্ছে। ফলে এই সড়কে একটু গাড়ির চাপ রয়েছে।
আজ দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পায় সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।’
বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
শাহজালাল বিমানবন্দরে আগুন লাগায় বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। এর ফলে বিমানবন্দরটি থেকে উড্ডয়নের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলো আটকে পড়েছে। অন্যদিকে, ঢাকাগামী কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন করে আসা বিমানবন্দরে ফিরে গেছে। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কলকাতার সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
আমাদের সময়/জেআই