রাতের অন্ধকারে আর কোনো নির্বাচন দেখতে চাই না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটি স্বচ্ছ নির্বাচন করতে চাই, গোপন কোনো নির্বাচন দিতে চাই না। আমরা চাই এমন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নির্বাচন, যা সবাই নিজের চোখে দেখতে পারে। রাতের অন্ধকারে আর কোনো নির্বাচন দেখতে চাই না।’
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, ‘সিইসি হিসেবে যেমন আমার দায়িত্ব আছে, তেমনি দেশের প্রতিটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে। গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এখানে সবার অবদান রাখতে হবে।’
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা প্রতিটি বাংলাদেশি ভোটারদের জন্য এমন পরিবেশ সৃষ্টি করতে চাই; যাতে সবাই নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারে। প্রবাসে যারা আছেন, তাদের জন্যও আমরা ভোটের ব্যালটের ব্যবস্থা করেছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমি আপনাদের সহযোগিতা কামনা করি এবং পাশে পেতে চাই। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না। বরং আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই, পার্টনার হিসেবে পাশে পেতে চাই।’
বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে সভায় বিভাগের ৬ জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি, ৬ জেলা পুলিশ সুপার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৮) কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকাল ১০টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে বরিশাল অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদের সময়/আরডি/জেএইচ