খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ১৮:০২
শেয়ার :
খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

খুলনার নগরের খালিশপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খালিশপুরের গোয়ালখালী বেলে পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো জাকির হোসেনের মেয়ে মমিতা (৯) এবং পলাশের মেয়ে আমেনা (৮)। দুই জনই খালিশপুর নয়াবাটি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু একসঙ্গে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে এলাকাবাসী খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুই জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে শিশুদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। 

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

আমাদের সময়/আরডি