সমস্যা উত্তরণের চেষ্টা করছি, সহযোগিতা করুন: শাহজালালের নির্বাহী পরিচালক

অনলাইন ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ১৬:৫২
শেয়ার :
সমস্যা উত্তরণের চেষ্টা করছি, সহযোগিতা করুন: শাহজালালের নির্বাহী পরিচালক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছেন জানিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন এ বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। আজ শনিবার দুপুরে আগুন লাগার একটু পর এক অডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।

গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘আমাদের শাহজালাল বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নি-দুর্ঘটনা নিবারণের জন্য আমাদের বিমানবন্দর ফায়ার সার্ভিস, বিমান বাহিনী থেকে ফায়ার ইউনিট এসে কাজ করছে, পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে কাজ করছে। আমরা একটি ইমারজেন্সি হ্যান্ডেল করছি।’

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, ‘একটা সমস্যা হয়েছে, আমরা সকলে মিলে হ্যান্ডেল করার চেষ্টা করছি। সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আমাদের ইমারজেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার সুযোগ দেন।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই সময়ে আমাদেরকে কল দিয়ে ডাইভার্ট করবেন না। সহযোগিতা করুন।’  

আজ শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পায় সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে চার ইউনিট এবং পরে আরও ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন মোট ২৮ ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আমাদের সময়/জেআই