কথার ফুলঝুড়িতে নয়, আমরা কাজে বিশ্বাসী: ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা সব সময় কাজে বিশ্বাস করি। কথার ফুলঝুড়িতে আমরা বিশ্বাস করতে চাই না।’
আজ শনিবার সকাল ১১টা থেকে দিনাজপুরের হিলিতে কয়েকটি পথসভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পথসভায় ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আপনারা কাজ দেখবেন এবং সেই অনুযায়ী বিশ্বাস করবেন। আমরা দুঃখ-কষ্ট লাগবে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহম্মেদ বিপুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।