কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেহেদী হাসান সামির (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ওই দিন বিকেলে উপজেলার চরকাঁকড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন। মেহেদী হাসান চরকাঁকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টেকের বাজার এলাকার মোতাহার হোসেনের ছেলে।
পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মেহেদী কক্সবাজার একটি আবাসিক হোটেলে চাকরি করতেন। গত বুধবার ছুটিতে বাড়িতে যান। শুক্রবার জুমার নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। বিকেলে চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম দৈনিক আমাদের সময়কে বলেন, ‘প্রাথমিকভাবে ধারনা যাচ্ছে, বিষ পানে তার মৃত্যু হয়েছে। তবে কি কারণে বিষ পান করেছে তা নিশ্চিত নয়।’
তিনি আরও বলেন, ‘মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’