ঘরে মেয়ের মরদেহ, পালিয়ে গেলেন বাবা
গাজীপুরের শ্রীপুরে ঘরে পড়ে আছে মেয়ে বিথীর মরদেহ। বাড়িতে মেয়ের মরদেহ রেখে পালিয়ে গেছেন বাবা বিল্লাল। খবর পেয়ে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পুলিশ নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথী (২৪) ওই গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। বিল্লাল হোসেন একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিথীর মৃত্যু হয়। নিহতের পরিবার রহস্যজনক কারণে দিনভর বিষয়টি চেপে রাখে। বিকেল ৪টার দিকে বিথীর বাবা দু’একজনকে বলেন, তার মেয়ে মারা গেছে। কাউকে মেয়ের মৃত্যুর সঠিক কারণ বলতে পারেননি তিনি। একপর্যায়ে নিহতের বাবা পালিয়ে যান। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে পু্লিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফারুক প্রধান বিষয়টি নিশ্চত করে জানান, বিথীর মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে আসি। বাড়ির লোকজন তেমন কিছু বলছে না। তাদের আচরণে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে। নিহতের বাবা বিল্লাল বাড়িতে নেই। কোথায় আছেন সেটাও জানা যায়নি।
শ্রীপুর থানার উপপরিদর্শক মো. হালিম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতের বাবাকে বাড়িতে পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের সময়/আরআর