গণতন্ত্র সুসংহত করার চর্চা শুরু হয়ে গেছে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এই জাতি মনে করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা। বহু দলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই, সেটা চর্চা শুরু হয়ে গেছে।’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান সময়ে সবচেয়ে যেটা বেশি জরুরি-তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, এটা অব্যাহত রাখা। যার যাত্রা শুরু হয়েছে গতকাল জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে, রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সরকার বিনির্মাণ হবেই।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
‘তার মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বাঙ্গে ভারসাম্য রক্ষা হবে, গণতান্ত্রিক ও মানবাধিকারসহ সকল মৌলিক অধিকার বাস্তবায়ন এবং ভোগ করা সম্ভব হবে। সেই জন্য নতুন যাত্রা শুরু করেছি’, যোগ করেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা সমগ্র জাতির কাছে আহ্বান জানাব- ধৈর্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে যাই। তাহলেই আমরা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব। আমাদের সকল শহিদের আত্মত্যাগ এবং রক্তদান সফল হবে।’
আমাদের সময়/এএস