আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রেখেছেন মালিকরা

চট্টগ্রাম ব্যুরো
১৮ অক্টোবর ২০২৫, ১২:৫৯
শেয়ার :
আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রেখেছেন মালিকরা

চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রেইলার চালাচ্ছেন না মালিকরা। ব্যক্তি মালিকানার এসব ট্রাক-কাভার্ডভ্যান ও ট্রেইলর আন্তঃজেলা রুটে পণ্য পরিবহন করে থাকে। তবে বেসরকারি ডিপো বা অফডকের ট্রেইলার চলাচল করছে। 

আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর চৌধুরী আমাদের সময়কে বলেন, ‘৫৭ টাকার পাস ২৩০ টাকা করা হয়েছে। গেইটে আবার দায়িত্বরতরা নাস্তাপানির খরচ নিচ্ছে। সব মিলিয়ে ৩০০ টাকা দিতে হচ্ছে। ফি বৃদ্ধির প্রতিবাদে মালিকরা আজ সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন।’

গাড়ি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল রোববার চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে বৈঠক আছে। এরপর আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’ 

বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন সিকদার বলেন, ‘প্রাইম মুভার মালিকদের ট্রেইলার চলে আন্তঃজেলা রুটে। ডিপোর ট্রেইলারগুলো বন্দর থেকে ডিপোতে কনটেইনার আনা-নেওয়া করে। এখন প্রাইম মুভার মালিকদের গাড়ি না চালানোর কারণে কিছু কিছু জায়গায় ডিপোর ট্রেইলার চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে।’

এদিকে আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রাখায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একসময় অচলাবস্থা তৈরি হবে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে সব স্টেকহোল্ডারদের মধ্যে আলোচনা ও সমন্বয় প্রয়োজন বলে তারা মনে করছেন।

আমাদের সময়/আরআর