আরও এক জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ১২:২১
শেয়ার :
আরও এক জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। দুই বছরের যুদ্ধের পর গাজার ধ্বংসাবশেষের নিচে এখনও নিখোঁজ থাকা সমস্ত মৃত বন্দীকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ থাকায় হামাস এই জিম্মির দেহাবশেষ হস্তান্তর করল।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘রেডক্রসের মাধ্যমে ইসরায়েল একজন মৃত জিম্মির কফিন পেয়েছে।’ ওই মৃত বন্দীকে গাজায় তাদের নিরাপত্তা বাহিনীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে’ এবং ইসরাইলের একটি চিকিৎসা বিশ্লেষণ কেন্দ্রে তার পরিচয় শনাক্ত করা হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায়, ফিলিস্তিনি গোষ্ঠী শুক্রবার রাতে হস্তান্তরিত দেহাবশেষ বাদ দিয়ে, জীবিত ২০ জন জিম্মিকে এবং ২৮ জন নিহত ব্যক্তির মধ্যে ৯ জনের দেহাবশেষ ফেরত দিয়েছে।

বিনিময়ে, ইসরায়েল তার কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে এবং ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাসের হামলার পর গাজায় শুরু হওয়া সামরিক অভিযান বন্ধ রয়েছে।

গাজার ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ‘সকল জিম্মিকে ফিরিয়ে আনার’ দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, হামাস যদি তা করতে ব্যর্থ হয় তবে সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করবে।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা গাজী হামাদ শুক্রবার এই হুমকিগুলোকে ‘অগ্রহণযোগ্য চাপ কৌশল’ বলে অভিহিত করেছেন।

হামাস এক বিবৃতিতে বলেছেন, ‘মৃতদেহের বিষয়টি জটিল এবং সময়ের প্রয়োজন, বিশেষ করে দখলদারিত্ব গাজার ভূদৃশ্য বদলে দেওয়ার পর। তিনি বলেন, ‘আমরা মৃতদেহ ফেরত দেব এবং প্রতিশ্রুতি অনুসারে চুক্তি মেনে চলব।’

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দেহাবশেষ উদ্ধারে সহায়তা করার জন্য তুরস্ক বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে। কিন্তু দলটি শুক্রবারও ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করছে।

আমাদের সময়/এমএইচ