রাতে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

সরাইল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৫, ১১:৩২
শেয়ার :
রাতে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুত্রবার (১৭ অক্টোবর) দিবাগত সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া ও ছোট দেওয়ানপাড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

এতে আহত হয়েছেন প্রায় ৪০ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় লোকজনের থেকে জানা গেছে, হালুয়াপাড়া ও ছোট দেওয়ান পাড়ার ছেলেরা পুকুরে গোসল করতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে।

এ বিষয়ে শুক্রবার বিকেলে সমাধানের লক্ষ্যে এলাকাবাসী সালিশে বসেন। সালিশ চলাকালেই উভয়পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। ধীরে ধীরে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগণের সহযোগিতায় ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

আমাদের সময়/আরআর