বিয়ে করলেন ‘ধর্মের কারণে’ অভিনয় ছেড়ে দেওয়া সেই জায়রা
ধর্মীয় কারণে ২০১৯ সালে বলিউড ছেড়েছিলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। অভিনয় ছাড়ার পাঁচ বছর পরে বিয়ে করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের মুহূর্তের দুটি ছবি পোস্ট করে ভক্তদের নিজেই এ সুখবর জানিয়েছেন সাবেক এই অভিনেত্রী।
ভারতের আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি আপলোড করেন জায়রা। একটি ছবিতে দেখা গেছে, বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন জায়রা। মেহেদি রাঙা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে বিয়ের হীরার আংটি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, পাত্রের সঙ্গে বিয়ের সাজে পূর্ণিমার চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তবে কাকে বিয়ে করেছেন তা প্রকাশ্যে আনেননি প্রাক্তন অভিনেত্রী।
প্রসঙ্গত, বলিউডে আমির খানের সঙ্গে কর্মজীবন শুরু করেছিলেন জায়রা। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ সিনেমায় অভিনেতা আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। অভিনয় গুণে প্রথম সিনেমাতেই দর্শকের নজরে পড়েন। এরপর একাধিক সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাকে।
পরে ২০১৯ সালে জায়রা ঘোষণা করেছিলেন, তিনি চলচ্চিত্র ছেড়ে দিচ্ছেন। তিনি বলেন, ‘এই ইন্ডাস্ট্রি সত্যিই আমায় প্রচুর ভালোবাসা, সাপোর্ট এবং সম্মান দিয়েছে। কিন্তু একই সঙ্গে আমায় অজ্ঞতার পথে এগিয়ে দিয়েছে। কারণ, আমি নীরবে আমার নিজস্ব দুনিয়া থেকে বেরিয়ে এসেছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ওই সময় তিনি আরও উল্লেখ করেছিলেন, বিনোদন ইন্ডাস্ট্রি নাকি ধর্মের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যার ফলে তিনি ইন্ডাস্ট্রি ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন।
এর পর থেকেই সবকিছু থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন জায়রা। তবে তার বিয়ের খবরে খুশি ভক্তরা। সবাই কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাবেক এই অভিনেত্রীকে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
আমাদের সময়/এএস